দুষ্টু গরু যাচ্ছ কোথা?
হনহনিয়ে বনবনিয়ে -
এদিকে ওদিক দেখছো কি?
শিং উঁচিয়ে ঘাড় বেঁকিয়ে
চলছো তুমি গুঁতো দিয়ে!
শিং তোমার ভাঙবে তখন
খোঁটা তোমায় বাঁধবে যখন,
লালে তোমার রাগ নাকি?
সবুজ ক্ষেত্র সারি সারি -
খাও ঘাস, ছাড়ো খড়
শুখা গলায় দেবো বারি।
মুখ ফিরিয়ে চললে নাকি?
কথায়-কাজে কেবল ফাঁকি!
ভরা গোয়াল রাজা তুমি
ফিরছো তাই তাড়া দিয়ে?
শুকনো খড়ে জাবনা কাটো
সবুজে তোমার অরুচি যে!