প্রথম বল – নো রাণ
দ্বিতীয় বল এক রাণ, সাইড বদল
তৃতীয় বলটা ছিল নো বল, এক রাণ
চতুর্থ বলে আঘাত করলে ক্যাচ ওঠে
কিন্তু হাত ফসকে মাটিতে,
পঞ্চম বল আসার আগে
খুব টেনশন হচ্ছিল মনে হয়
দুই বল, প্রয়োজন সাত।
বল যখন এল দেখতে পেলেন না
যষ্ঠ বল মারবার আগে চারিদিক দেখে নিলেন
বল আসছে… খেলোয়াড় দেখতে পাচ্ছেন…
মারলেন… খুব সতর্ক ভাবেই
বল গিয়ে পড়ল গ্যালারী পেরিয়ে
মাঠ পেরিয়ে রাস্তা পেরিয়ে
জলাশয় পেরিয়ে ল্যাম্প পোষ্ট পেরিয়ে
আমাদের অ-ভাবের উঠানে,
খোকা বল নিয়ে দৌড়াচ্ছে…
আমি টিভির পর্দা থেকে চোখ সরাতে পারছি না
তারপর অতিরিক্ত বল …
না! মারতে পারলেন না খেলোয়াড়
তিন তিনটে উইকেট ছিটকে গেল…
নতুন বলটা তখন মাঠের শেষ প্রান্তে হাওয়া খাচ্ছে
আমাদের চোখে জল নেমে আসছে
আর খোকা সেই পুরানো বল মুছতে মুছতে
আমাকে এসে বলছে –
বাবা, এবার আমাদের জেতার পালা
আর কোন অ-ভাব নেই আমাদের !