ঘরের চালে পুঁই
পুকুরে আছে রুই
দরজাতে তালা - নাচছে যে বালা।
সোয়ামী তার আলো
সোহাগী বড় কালো
দরজাতে তালা - নাচছে যে বালা।
সাজের খুব ঘটা
জোগায় সব জটা'
দরজাতে তালা - নাচছে যে বালা।
কাজের বেলা ফাঁকি
রাধুনী তার রাখী
দরজাতে তালা - নাচছে যে বালা।
করলে রাগ তিনি
চুমায় গলে মিনি
দরজাতে তালা - নাচছে যে বালা।
বচন তার ছোটে
পতি পা'য়ে লোটে
দরজাতে তালা - নাচছে যে বালা।
অফিস করে স্বামী
খরচ সব বামী
দরজাতে তালা - নাচছে যে বালা।
ছুটির দিনে হাট
ফুচকা দিয়ে চাট
দরজা যে খোলা - নাচে তবু বালা!