কাব্য তুমি কি বোবাকান্না?
নিজে যেমন কাঁদতে জানো
অপরকেও কাঁদাতে পারো
এই কি তোমার পরিচয়!
এবার থেকে তুমি কাঁদবে না
কাঁদাবেও না কখনো কাকে,
আমাদের জীবন থেকে
হাসি-গান, রাগ-অভিমান, জয়-পরাজয়
সব কেমন যেন ফিকে আজ
গোলাপের সুবাস নিতে ভয়,
তুমি পারো না ইচ্ছেমত হাসতে, হাসাতে -
কেন তুমি বন্দী থাকো কবির কলমে?
তোমার যাকিছু নিজস্বতা
ভর করুক কবির মাথায়
প্রাণ খুলে নিঃশ্বাস নাও
সহজ সুন্দর আর আপন করে
নিজেকে প্রতিষ্ঠিত কর আজ
প্রতিধ্বনিত হোক দিকে দিকে
অক্ষরে অক্ষরে জীবনের উচ্ছ্বাসে!