(রুমেলা ছন্দে)


মনে পড়ে -
সেদিনের সেইসব স্বপ্নের কথা
কথা আর কাজে আমরা এক
এক একটা দিন স্বপ্নের দিন
দিনগুলো আজ বড়ো অস্থির।


অস্থির সময়ে দাঁড়িয়ে আমরা
আমরা হারিয়েছি আদর্শ নীতি
নীতি রীতি সব হারিয়ে উদ্বাস্তু
উদ্বাস্তু হয়ে পরস্পর থেকে দূরে।


দূরে দূরে থাকা শত্রু বৃদ্ধি
বৃদ্ধি লাভ বুদ্ধিজীবী ভন্ড
ভন্ড হয়ে ভনিতার ভন্ডামী
ভন্ডামী কেড়ে নিলো বন্ধুত্ব।


বন্ধুত্বের অপর নাম বিশ্বাস
বিশ্বাস নির্ভরতা নয় প্রত্যয়
প্রত্যয় নিয়ে জীবন এগিয়ে
এগিয়ে চলার নাম সংগ্রাম।


সংগ্রাম আনবে সুদিনের স্বপ্ন
স্বপ্ন দেখতে এসো ভালোবাসি
ভালোবাসি হৃদয়ে হৃদয় দিয়ে
দিয়ে আর নিয়ে হবো সংঘবদ্ধ।