যে কেউ আমাকে বলতে পারেন পাগল
তাতে আমার কিচ্ছু যায় আসে না,
যতবার পারেন যতখুশি বলুন...
বলে বলে ঠৌট ব্যথা হলেও বলুন...
অমুকের বাচ্চা, তমুকের ছেলে কিম্বা দালাল।
আমি যদি নেতা বা নেত্রী হই
তবে তা রক্তের বিনিময়ে,
আমি যদি পুলিশ হই
মাঝে মধ্যে ঘুষ নিতেই হবে,
আমি যদি গণেশ হই
উল্টে গেলেও দুধ খাবো,
আমি যদি শিক্ষক হই
ব্যবসার লাইসেন্স রাখবোই,
আমি যদি ডাক্তার হতে পারি
ছুরি-কাঁচিতে কাটবো পকেট,
আমি যদি লেখক বা কবি সাজি
তোষামোদের কলমে আঁকবো লিপি।
আমি কখনোই গাইবো না জয়গান
আমি কখনোই করবো না রাগ
আমি কখনোই বাসবো না ভালো
আমি কখনোই ছাড়বো না দর
আমি কখনোই করবো না সেবা
আমি কখনোই মুছবো না দাগ।


আমি যে রঙ বদল করি
মুখে মাখি  চুন ও কালি
ক্যামেরার সামনে ডায়লগ বলি
যখন যেমন তখন তেমন
রকবাজী ধোঁকাবাজী ডিগবাজী
সবখানেতেই আমি আছি
ধারাবাহিক.... "বহুরূপী"
চ্যানেল... "স্বদেশ পার্টি"
সোম থেকে রবি প্রতিদিন।