অনেক সময় আমরা সবাই থাকি একা --
হৃদয় শূন্য, তবুও খড়কুটো হয়ে উড়ি,
মেঘ-বৃষ্টি-রোদের চাদর জড়িয়ে ধরি
আশায় দীপক চেতনার জলে ফোটে কুঁড়ি।
নির্বাসনের সিংহদুয়ার খোলাই ছিল
আমার জন্য, তোমার কথাই সত্য
তুমি যখন চেয়েছিলে একটা মহল
আমি তখন গোল্লাছুটে অজয় অকথ্য।
ভালোর একটা শেষ আছে, মন্দের নয়
মন্দ-ভালো কখনো থাকে না যে সাথে,
ভাঙা গড়ার খেলায় তুমি নয়তো একা
ভুলের বোঝা মাথায় সবার, দিন ও রাতে।
মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া
জীবনের বাঁকে বাঁকে, পথ বন্ধুর --
হোক অভিনয়, ছদ্মনামের পাঁচালী
সংসার নাটকে যবনিকা নির্বাক সুর।