বাংলা কবিতা ডটকমের হাত ধরে অনেক মানুষের সাথে পরিচয়। অনেক কবিকে জানা। সম্প্রতি নিজ চেষ্টায় একটি ক্ষুদ্র বাচিক গোষ্ঠী তৈরি করে কিছু কাজ শুরু করেছি কিছু মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, কন্ঠে কন্ঠ মিলিয়ে। সম্প্রতি আসরের এক কবি শ্রীযুক্ত দেবব্রত সান্যাল মহাশয়ের নিজ গৃহে সাক্ষাৎকার নিলাম "শতদল"-এর পক্ষ হতে, ওনার সাহিত্য নিয়ে চিন্তা-ভাবনা। অবশ্যই বাংলা কবিতা ডটকমের কথা বার বার উঠে এসেছে এই সাক্ষাৎকারে। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলাম আমি এবং সাথে চিত্র গ্রহণে ছিলেন শ্রদ্ধেয় কবি বিভূতি দাস মহাশয়। সেটিই আপনাদের নিকট রাখলাম দেখার জন্য।
আলোচনাটি ৯০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৩/১০/২০১৯, ১৫:০০ মি: