এখানে সবাই আসে খদ্দের হয়ে,
জৈবিক চাহিদার তাগিদে।
যার কাছে টাকা যতোক্ষণ,
তার চাহিদার যোগান ততো বেশি।
তাই অন্ধের মতো সব
ছুটে চলে টাকার পেছনে।
পাপ-পূণ্যের হিসাব করার
সময় নেই কারোই...
এখানে প্রয়োজনে প্রিয়জন হয়ে যায় যে কেউ।
প্রয়োজন বদলে যায়,
আর তার সাথে প্রিয়জনও...
খারাপ পাড়ার ঘরের মতো রঙ্গিন
লাল-নীল বাতিতে আলোকিত চারপাশ।
নেশাগ্রস্ত কোটি কোটি খদ্দেরের ভীড়ে,
কে আসে, কে যায় তাতে কিছু যায় আসে না কারো।
দেহের ক্ষুধার বিপরীতে
নষ্ট মনের হিসাব রাখে না এই শহর।
এই শহর একটা বেশ্যা।