চারপাশে প্রচন্ড কোলাহল,
অসংখ্য মানুষের আনাগোনা।
ভীড়ে আমি একা বসে
একটু পর পর আগুন ধরাতে থাকি।
সে আগুনে শুধু তামাক পোড়ে,
আর পোড়ে আমার ফুসফুস।
শুধু স্মৃতিগুলো পোড়ে না।
অক্ষত সেই স্মৃতিরা
আমার হৃদয়ের ক্ষত বাড়াতে থাকে বহুগুনে।
এতো মানুষের ভীড়েও
নিজেকে বড় একা লাগে।
হঠাৎ প্লাটফর্মে ট্রেন এসে দাঁড়ায়।
হুইসেলের শব্দে ভাবনায় ছেদ পড়ে,
আমার চারপাশে কোলাহল বাড়তে থাকে।
অপেক্ষার পালা শেষে যাওয়ার পালা আসে।
আমি উঠে দাঁড়াই, আশেপাশে তাকাই।
আমি ভীড়ে কারো হারিয়ে যাওয়া দেখি
কারো হেরে যাওয়া দেখি...