চল তোমাকে আজ পূর্ণিমা দেখাবো...
শহরের দশতলার বারান্দা থেকে
উঁচু উঁচু বিল্ডিং এর ফাঁক দিয়ে
চাঁদ দেখাবো না।
শান্ত একটা নদীতে
ছোট্ট একটা ডিঙ্গি নোকায়
ভাসতে ভাসতে...আমি আর তুমি...
চাঁদের ছায়া নদীর জলে পরবে...
নৌকার একপাশে সেই জলে পা ভিজিয়ে বসবে তুমি
সাদা শাড়িতে চাঁদের আলো পরবে...
তোমাকে লাগবে অপ্সরীর মতো...
আমি গান শোনাবো তোমায়...
তোমার গাল বেয়ে অশ্রু গড়াবে...
চাঁদের আলোয় মন ভিজিয়ে
জোসনাস্নানে পবিত্র হবে মন...
যাবে আমার সাথে???