প্রথমে খুব অল্প অল্প করে
পায়ের নিচ থেকে মাটি সরতে থাকে।
টের পাওয়া একদমই সহজ না।
যখন বুঝলাম যে ডুবে যাচ্ছি
তখন অস্থির এক ভয় ঘিরে ধরলো।
সেই অস্থিরতা যদি শুধু মনে থাকতো তাহলে
একটু সময় পাওয়া যেত ভেসে থাকার।
কিন্তু অস্থির হয়ে বাঁচার আশায়
হাত-পা ছুড়াছুড়ি করতে থাকায়
হঠাৎই দেখি গলা অব্দি ডুবে গেছি!
এখন বোধহয় শান্ত থাকাই শ্রেয়।
আমি শুধু সাহায্যের আশায় হাত উঁচিয়ে
ডুবতে থাকি ধীরে ধীরে, আরো গভীরে।
তোমার ভালবাসা চোরাবালি
বুঝে ওঠার আগেই পা দিয়েছি...