আঁধার রাত, ধোঁয়াটে বাতাসে নিঃশ্বাস নিতে নিতে
হঠাৎ নিজেকে কুৎসিত কোন শ্বাপদের মতো লাগে।
যেন এই অশুদ্ধ রজনীতে
অভিশাপ এর দূর্গন্ধ ছড়াতে বেঁচে আছি এখনো...
সিগারেট এর ধোঁয়ায় তোমার গন্ধ খুঁজেও
লাভ হলো না কোন...
আকাশের দিকে তাকিয়ে দেখি,
চাঁদটাও আজ মেঘের আড়াল...
তোমার মতোই হয়তো তার
আমাকে আর দেখতে ইচ্ছা হয়না...
আজ তোমার সুবাসটা খুব দরকার ছিলো...
তোমার সেই শুদ্ধ স্পর্শটা বড় প্রয়োজন ছিলো...
তোমাকে কিছু বলার ছিলো...
হয়তো এই রাত অশুদ্ধ...হয়তো আমি অস্পৃশ্য...
কিন্তু ভালোবাসাটা শুদ্ধই ছিলো
ভালোবাসা কখনো অশুদ্ধ হয় না...