আমি নাকি খুবই আবেগপ্রবণ ছিলাম!
ছোটখাট ব্যাপারেই
অনেক বেশী রেগে যেতাম!
আবার তোমার একটু আদরে
সব রাগ নিমেষেই নিঃশেষ হয়ে যেত!
হঠাৎ হঠাৎ মন খারাপের দিন...
আবার হঠাৎ করেই কত ভাললাগা!
এই মনে কতো অনুভূতি ছিলো একটা সময়!
সুখ-দুঃখ, হাসি-কান্না, অনুরাগ-অভিমান, ভালবাসা...
আরও কতশত আবেগ-অনুভূতি!
আচ্ছা মৃতদের কি অনুভূতি থাকে কোন?
নাকি তখন শুধুই শূন্যতা থেকে যায়?
বেঁচে থেকে কি সেই শূন্যতা অনুভব করা যায়?
অনুভূতিরাও কি মরনশীল?
না হলে সব অনুভূতি আজ মৃত কেন?
আমার মাঝে শুধু বেঁচে আছে গভীর-ভয়াবহ-নীরব এক শূন্যতা।
এই শূন্যতা কি অমর কোনো অনুভূতি?