তারপর অতীত হয়ে যাও তুমি।
ধরাছোঁয়ার বাইরে চলে যাও একেবারে।
তোমার অস্তিত্ব বিলীন হয়ে যায় মনের গভীরে
এতো শত ব্যস্ততার ভীড়ে।
খুব অল্প সময় ছিলে কাছে,
হয়তো ভাবছো-এ আর এমন কী?
সত্যিই তোমার প্রস্থানের তেমন কোন প্রভাব
নেই আর আমার জীবনে।
শুধু আজো অল্প কিছু স্মৃতি তাড়া করে বেড়ায়।
সেখানে কত সুখের মুহূর্ত, বেদনার ক্ষণ,
গভীর বিষাদ, অদেখা স্বপ্ন, স্বপ্নভঙ্গের হতাশা,
তোমার নির্মল হাসি, কান্নাভেজা চাহনি,
আরো কতো দুঃখ-সুখের ইতিহাস!
নাহ! ফেরত চাই না তোমায় আর কোনদিন এই জীবনে,
চাই না আবার তুমি মিথ্যামিথ্যি বলো- ভালবাসি।
শুধু চাই একবার তুমি সামনে এসে
চোখ ছুঁয়ে যাও আমার।
তারপর অতীত হয়ে যাও তুমি...