একদিন যেতে হবে
কেউই থাকে না
বেঁচে চিরদিন রঙিন ধরায়,
আমিও একদিন যাবো
যেতে হবে।
যাবার সময় হয়তো
তোমার সাথে আমার দেখা হবে না,
আমার ভালোবাসা ছিল, আছে, থাকবে,
তুমি ভুলে যেও না আমায়।
আমি কবি হয়ে
প্রতিদিন তোমার বাড়িতে এসে
কবিতা শুনিয়ে যাবো তোমায়,
তুমি তোমার বাড়ির ঠিকানাটা দিয়ে আমায়,
আমি আগের ঠিকানায় আছি।
ছোট্ট ভবন প্রান্তশালা জুড়ে
গাঁথা আছে তোমার আমার কতশত স্মৃতি!
আচ্ছা, তোমার মনে পড়ে
একদিন তুমি বলেছিলে
যেদিন আমি থাকবো না  
সেদিন তুমি কি করবে?
আমি হেসে গিয়ে তোমায় বলেছিলাম
মাটির ছোট্ট একটি ঘরে ঘুমিয়ে থাকবো,
ধুর বোকা।
হ্যাঁ, আমি বোকা নই পাগল আমি
পাগলের মতো তোমায় ভালোবাসি,
আমি পাগল হয়ে যাই
তোমায় একনজর দেখতে না পেলে,
সত্যি বলছি আমি তো পাগল।
তোমার যোগ্য আমি নই,
আমি তো পাগল
পাগলের মতো ভালোবাসি তোমায়।
মানুষ কত কিছু চায়
কত কিছু পায়,
আমি শুধুই তোমায় চাই।
আমি আগের ঠিকানায় আছি,
তুমি যদি আসতে না পারো,
তোমায় লেখা আমার রক্তে লিখা
চিঠির উত্তরটা দিও,
ইতি তোমার পাগল প্রেমিক।