খাঁচার পাখি খাঁচায় সুন্দর
বনের পাখি বনে,
মনের পাখি না থাকলে মনে
মন কেঁদে মরে।
পান্থশালা জুড়ে
কত স্মৃতি তোমায় ঘিরে,
তুমি যদি বুঝতে
এসে তুমি দেখতে।
দ্যাখো আমার বুক ছিড়ে
এই হৃদয়ে শুধুই তুমি।
ঠিকানা আমার একটাই
তোমায় পাই আর না পাই,
দমে দমে আমি শুধু
তোমাকেই চাই।
বিরহ কেন আমায় পুড়িয়ে মারে,
তুমি যদি বুঝতে
এসে তুমি দেখতে।
দ্যাখো আমার বুক ছিড়ে
এই হৃদয়ে শুধুই তুমি।
তুমি তুমি করে
বিরহ আমায় পুড়িয়ে মারে,
এই হৃদয়ে শুধুই তুমি
শুধুই তুমি জপে।
পান্থশালা জুড়ে
কত স্মৃতি তোমায় ঘিরে,
তোমার কথা ভেবে
নয়নে বারি ঝরে
আমার দুনয়নে বারি ঝরে।