কারো মুখে হাসি কারো চোখে জল
এটাই আজ ইদ, দুঃখ শুনবি? বল।
হায়রে ইদের চাঁদ আকাশে তুমি থাকো
আমার চোখে অকারণে আনন্দ ক্যান আঁকো!
জানো তুমি, ধনীর ঘরে খাবারের আয়োজন
আর আমার বাড়িতে বেদনার জল।
সেদিন ঢাকা থেকে বাড়ি আসার পথে
বোনের লাশ, ভাইয়ের লাশ, নিয়ে এসেছি কাঁধে
হায়রে ইদের চাঁদ তুমি কেনো কাঁদো?
কেটে যাবে ইদ, তুমি ভালো থাকো।
কতদিন হয় জানো চাঁদ তোমার মুখে আনন্দ দেখিনা,
বেঁচে আছি চাঁদ তোমার মুখে আনন্দ দেখবো বলে
দেখতে চাই না, আর দেখবো না এমন ইদ
কেটে যাবে ইদ, তুমি ভালো থাকো
সবাই সবাইকে ভালো রাখো, ভালো থাকো।