এই বাংলায় আমি দেখেছি নেতা কত
পাইনি বঙ্গবন্ধুর মত।
আমি স্বপ্নে দেখেছি দেখেছি স্বপ্নে
আমার সোনার বাংলা
মাথা উঁচু করে বলেছে
আমিই বাংলাদেশ, আমিই বঙ্গবন্ধু।
আমি স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধুর হাত ধরে
বাংলা পেয়েছে স্বাধীনতার প্রাণ।
বাবা ছাড়া যেমন সন্তান হয় না
বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ মানি না,
শেখ মুজিব মানেই বাংলাদেশ
বাংলাদেশ মানেই বঙ্গবন্ধুর দেশ।
যখন বঙ্গবন্ধুর কথা ভাবি
তখন মনে পড়ে একাত্তরের কথা
মনে পড়ে ১৯৪৮ সালের কথা
মনে পড়ে ১১ই মার্চ বাংলা ভাষার মর্যাদা
দেয়ার দাবিতে আন্দোলন করা
এক মহান নেতার কথা,
মনে পড়ে ১৯৪৮ থেকে শুরু করে
একবার নয় দুইবার নয় বার বার
জেলে থাকা এক রাষ্টনায়কের কথা,
মনে পড়ে জেলে থাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা।
সেই সংগ্রাম অনেক ব্যথা
বেদনার অশ্রু ও বুকের ইতিহাস
বায়ান্নর একাত্তরের ইতিহাস।
কি অপরাধ ছিলো?
বাংলার মানুষের অধিকার চেয়েছিলো
চেয়েছিলো বাংলার
মানুষের ভাগ্য পরিবর্তন করতে
চেয়েছিলো ক্ষুধা
দারিদ্র্য থেকে মুক্তি দিতে
চেয়েছিলো বাংলার শোষিত বঞ্চিত
মানুষকে শোষনের হাত থেকে মুক্তি দিতে,
বিনিময়ে আমরা দিলাম তাকে
মৃত্যু উপহার! ছি বাঙালি ছি।
দুঃখ আমার লেগেছে, শত হলেও
আমি তো মানুষ।
১৫ই আগস্ট কালোরাতের ঘটনা
ঘাতকেরা ভুলতে পারে,
ইতিহাস কখনো ভুলবে না
ভুলবে না বঙ্গ-সৈনিক।
যতদিন থাকবে বাংলাদেশ
ততদিন থাকবে বঙ্গবন্ধু।
তোরা কোনদিনও ক্ষমা পাবি না
স্বার্থবাদী ঘাতকের দলেরা।
মনে পড়ে বঙ্গবন্ধু তোমায়
তুমি আছো অন্তরে আমার,
আছো তুমি মিশে-
বাংলার দেশ প্রেমিকদের অন্তরে।
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ
বাংলাদেশ মানেই শেখ মুজিবুর রহমানের দেশ।