১৭ই মার্চ ১৯২০ সালে
মা মোসাম্মৎ সায়েরা খাতুনের কোলে
জন্ম নিলো এক সোনার ছেলে,
পিতা শেখ লুৎফর রহমান বড়ই ভাগ্যবান
পেয়েছে এমন সৌভাগ্য সোনার সন্তান।
চার বোন ও দুভাইয়ের মধ্যে তৃতীয় তিনি
সু-শিক্ষায় জ্ঞানী ছিলেন যিনি,
নহে কোনো অন্য গ্রহের লোক
এই বাংলার বালক এই বাংলার বালক।
আমরা বাঙালি!
মায়ের বুকে মাথা রেখে ঘুমাতে পারতাম না
মায়ের ভাষায় কথা বলতে পারতাম না,
স্বার্থন্বেষী মহল পাক হানাদারের হাতে রেখে হাত
যখন চেয়েছিলো এই বাংলা ধ্বংস হয়ে যাক।
তিনি সর্বপ্রথম মাথা উঁচু করে
লড়েছেন বাংলার স্বাধীনতা চেয়ে,
১৯৫২ হইতে ১৯৭১ ইতিহাস পড়ে দেখো তুমি
খুঁজে পাবে তিনি এই বাংলার নয়নমণি,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলা জন্ম নেওয়ার পিছে আছে তার বহু অবদান।
খোদার প্রেম রয় যার অন্তরে
সেই হয় দেশ দরদি এ-ভবে,
হে বাংলার পিতা
তুমি বীর বঙ্গবন্ধু তুমিই বীর।
তুমি চাঁদের মত আঁধার রাতে
জ্বলে উঠা এই বাংলায় সোনার চাঁদ,
তুমি হাজার বাধা অতিক্রম করে
বাঙালির মুখে হাসি ফোটানো শুভ্র প্রভাত,
তুমিই প্রকৃত দেশ প্রেমিক, হে বাংলার পিতা
তোমার ডাকে সাড়া দিয়ে,
বাঙালি পেয়েছে বিজয়ের পতাকা।