যতই করি খাম খাম হে বিধাতা,
সব কিছুই হবে বৃথা,
যদি তুমি করো দয়া আমার প্রতি
তবেই হবে আমার উন্নতি।
আমার আমার করে
মানুষ কত কিছুই গড়ে
কিছুই নাহি রবে মরার পরে,
যার থাকে সুন্দর চরিত্র
তুমি থাকো খুশি তার প্রতি।
থাকো যদি তুমি আমার প্রতি খুশি
তবেই আমি হবো দোষ মুক্ত
হতে পারবো তোমার দাস-দাসি।
হে বিধাতা,
তুমি বিহীন আমার সব কিছুই বৃথা।
বাসি ভালো হতে তোমার দাস-দাসি
পাকে নাপাকে তোমারে ডাকি।
হে বিধাতা,
তোমাকে ভালোবাসি
আমি পাপী তোমাকে ভালোবাসি।