সবাই যদি ভালো হয়
খারাপ হবে কে,
খারাপ যদি না থাকে
ভালোর মূল্য কমে যাবে।
ও দাদা, এই চিন্তা লইয়া
খুললাম ক্যাসিনো,
লক্ষকোটি টাকা আয় করমু।
ও দাদা, ভেবেছিলাম কী
এখন দেশে চলে কী!
ভাবিনাই তো জেলেতে যামু,
জেলের ভাত খাইয়া মোটা হমু।
পাপ ছাড়ে না তার বাপেরে,
ছাইড়া দে মা সৎ পথে যামুরে।
সবাই যদি ভালো হয়
খারাপ আসলে কে?
নিজ ভালো তো জগত ভালো
এখন বুঝছিরে,
ভালোর মূল্য কখনো কমে না যে।