১.
মন যখন ভীষণ খারাপ
বই নিন হাতে, বই পড়ুন, বই পড়ার করুন স্বভাব।


২.
আপনার ডিপ্রেশন করুন দূর,
পিতা মাতার কাছ থেকে শুনুন জীবন যুদ্ধের বাস্তবতার সুর।


৩.
কেউ নেই সাথে কী হয়েছে তাতে?
আপনি তো এসেছেন একা যাবেনও একা
হাসুন, বাঁচুন, জীবন যুদ্ধের ময়দানে থাকুন।


৪.
সবাই যদি ভালো থাকে থাকুক
এরাও কিন্তু কাঁদে দেখে অন্যের সুখ,
আপনি নাহয় হাসুন বুকে নিয়ে দুখ।


৫.
শূন্য থেকে আসে মানুষ শূন্যে যায় চলে
ডিপ্রেশন, সুখদুঃখ, হতাশা এগুলো কাকে বলে!
যেখানে আপনি হবেন বিলীন,
সেখানে অযথা নিজেকে কেনো এসবে করেন রঙিন।