আমার নেই কোনো অভিযোগ
নারীর বিরুদ্ধে,
আমার নেই কোনো অভিযোগ
পুরুষের বিরুদ্ধে,
আমার যত অভিযোগ স্বার্থবাদী- মায়াহীন
অমানুষের বিরুদ্ধে।
আমি দেখেছি এই ভুবনে
স্বার্থবাদীরা রং বদলায় ক্ষণে ক্ষণে,
আমি দেখেছি মায়াহীন
হাজারো হৃদয় বেদনায় করেছে ঋণ।
আমি আরও দেখেছি অমানুষ
দিনের আলোতে অন্ন তুলে দিচ্ছে,
রাতের আঁধারে তা আবার কেড়ে নিচ্ছে।
আমার নেই কোনো অভিযোগ,
আমি দেখেছি নারীর চিৎকার
প্রসব ব্যথায় গায়ের রং লাল,
আমি দেখেছি পুরুষের সংগ্রাম
রক্তকে করে পানি, ফুটিয়েছে মুখে হাসি
তোমার- আমার।