কাঁদে বাঙালি আজো কাঁদে
যখন তার কথা ভাবে,
জপে বাঙালি জপে
বঙ্গবন্ধুর নাম জপে বঙ্গবন্ধুর নাম জপে।
এসেছিলো অসহায় বাঙালির
দুঃখ ঘুচে দিতে,
এসেছিলো বাঙালির মুখে হাসি ফোটাতে।
যদি আজ বঙ্গবন্ধু থাকতো
বাঙালি সুখী হতো,
কে গরীব কে ধনী
ভেদাভেদ নাহি রতো।
পনেরো আগস্ট কালো রাতে
কোন পাষানের দলে,
করলো এমন নিষ্ঠুর আচরণ
এই বাংলার জমিনে।
শোকে ভরে গেলো বাঙালির অন্তর,
জপে বাঙালি জপে বঙ্গবন্ধুর নাম জপে।
কাঁদে বাঙালি আজো কাঁদে
পনেরো আগস্ট কালো রাতে।