দুহৃদয় একই সুতোতে গাঁথা
তোর হাসিতে আমার হাসি,
তোর কাঁদাতে কাঁদা।
তুই আমার শুরু
তুইই আমার শেষ- প্রিয়তমা।
বিনা তারে রাখিবো তোরে
বুকেরও ভেতরে,
আমি ভুলিতে চাইলেও
তোরে ভুলিতে পারিনা।
তুই, তুমি- আমারি
তুমিই প্রিয়তমা।
প্রিয়!
যে ফুল খোঁপায় শোভা পায়
সে ফুল পায়ে ফেলে করেছো তুমি ভুল,
তোমার ভুল যেদিন ভেঙে যাবে
সেদিন তুমি এসে ক্ষমা চাবে।
সেই দিনটি দেখার আশায়
রইলাম তোমার অপেক্ষায়,
তুই, তুমি- আমারি
তুমিই প্রিয়তমা।