আসিলেম আমি কাঁদিলেম আমি
হাসিলেমও আমি ধরাতে,
কাহারে বাসিমু ভালো আহারে
আমি বাসিলেম ভালো কাহারে।
কামকে করিবো প্রেমে রঙিলা
রাগকে অনুরাগে, ভাবিলেম কি
করিলেম কি, আমি ভুবনে?
নিজের দোষ নাহি দেখি ধরায়
অন্যের দোষ গেয়ে বেড়াই,
নিজের দোষের পাল্লা ভারি আজ হায়।
ওগো তোমারে বলি, তোমারে সুধাই
যখন যেথায় যাও গো তুমি
সাথে লইয়া যাও আমায়।
মোর পাপের পানে নাহি চাহিও
তোমার দয়ার পানে চাইয়া দয়া করিও,
হৃদয়ের কালি দূর করিয়া
সুন্দর চরিত্র দান করিও আমায়।
লুটিয়া তোমার চরণে আমি
নিজেকে বিলীন করিবো ভুবনে,
কোথায় তুমি কোথায়!
ক্ষমা করিও অন্তরযামী
ক্ষমা করিও আমায়।