শোনো হে গালিব
থাকে হায় মানুষ লোভ লালসায় দিয়ে ডুব
মানুষের চাইতে আয়নার দাম খুব
তাই দেখতে পায় না কেউ নিজের আসল রূপ!
শোনো হে গালিব তোমারে বলি
ছেড়ে দাও এই মোহমায়ার বন্ধন জুড়ি
করো গালিব সাধনা
চিনে নেও আপনি আপনা,
হে গালিব নিজেকে যে জানে না
তার কাছে সকল কিছুই অজানা
গালিব ছিলে তুমি যে জাতে
মিশতে হবে ডাকলে তাতে।
হে গালিব
মহাজনের ষোলআনা
খেয়েছো কি পেয়ে যাতনা!
হে গালিব তোমারে বলি
পুড়াও আপনি আপনা
গুরুর প্রেমেতে নিজ দেহখানা
তখন দেখার জানার বাকি কিছুই রবে না,
হে গালিব সাবধান সাবধান
গুরুকে ছেড়ো না
শেষে তুমি কিছুই পাবে না
ডুবিবে তরী জাগিলে কামনা
চিনে নেও গালিব আপনি আপনা।