বছর ঘুরে এলো
মহা উৎসব, দুর্গা পূজারে
দলে দলে যায় সবাই পূজা মন্ডপে৷
নতুন জামা কাপড় পরে
দুঃখকে বিদায় দিয়ে,
থালায় ফুল সাজিয়ে
ঢাক ঢোল বাজিয়ে,
হাসি মুখে করবে বরণ
মা- দেবীরে৷
মায়ের আগমনে
মন আনন্দে দোলে,
ঘর হইলো আলো
দেবী- মা ঘরে এলো৷
বিনাশ করে অশুভ শক্তি,
শুভ শক্তির প্রতীক
মা- দুর্গা দেবী৷
করিয়া মায়ের চরণে প্রেমও ভক্তি
দূর করে নেও
নিজের অশুভ শক্তি!
বছর ঘুরে এলো
মহা উৎসব, দুর্গা পূজারে৷