কেউ আমায় ঘৃণা করুক, অবহেলা করুক ভীষণ
বাসি ফুলের মতো ছুড়ে ফেলুক ময়লার ডাস্টবিনে
ময়লা দেখলে যেমন ছি ছি করে।
আমার মতো পাপিষ্ঠ নগন্যের প্রতি
কারো হৃদয়ে ভালোবাসা না জন্মায়ক,
কেউ ভুল করে ফুল নিয়ে হাতে দিয়ে না বলুক তোমাকে ভালোবাসি।
সবাই সবকিছু নিয়ে জন্মায় না,
আমি নাহয় তাদেরই দলে থাকি।
ভালোবাসা হচ্ছে বিধাতার দেয়া শ্রেষ্ঠ সম্পদ
আমি সেই সম্পদ বিধাতার কাছে রেখে এসেছি,
আমি চাইনা কেউ আমার জন্য মন খারাপ করুক
রাগ করুক, অভিমান করুক, কষ্ট পেয়ে কাঁদুক।
এই পৃথিবীর সবাই ভালো থাকুক সবার মতো করে
সুখী হোক সবাই, আমি নাহয় থাকি দুঃখী হয়ে।
একজীবনে দুঃখ কতটুকুই বা সুখ দিবে?