কেহ মারে হাতে, কেহ মারে ভাতে।
কত রঙের মানুষ দেখলাম এই দুনিয়াতে।
কেহ রাখে মাথায় হাত, কেহ রাখে কমড়ে।
কেহ আবার গাল ছুঁয়ে, পাঁছায় লাথি মারে।
কেহ বলে জান, নাও ফুল।
কেহ বলে ভালোবাসা করাটাই ভুল।
কেহ আবার ফুল নিবে না, চায় অশ্রু।
দিনরাত বলদের মতো খেটে যায় স্বামী,
সোনার গহনা পরে বউ সাজে রাজরাণী।
বাপের টাকা পোলা উড়ায়, মেয়ে বলে-
এইযে বাবা এইটা আমার বয়ফ্রেন্ড,
কী যুগ আইলো রে! মনে চায় যাইগা আয়ারল্যান্ড।
ভিক্ষুকও আজ দু’টাকা ভিক্ষা নেয় না যে
পাঁচ টাকা দশ টাকার নিচে,
আমার মনে হয় আমি একাই গরিব এ-দেশে।
ধনী দেশে আমি করি বসবাস,
ভাতের বদলে খেয়ে যাই ঘাস।
কত রঙের মানুষ দেখলাম এই দুনিয়াতে।
স্বার্থ ছাড়া আপন পোলা-ও বাপ ডাকেনা যে।