আমি রবীন্দ্রনাথ হয়ে জন্মেছিলেম
জন্মেছিলেম নজরুল হয়ে
তোমার ভালোবাসা পাবো বলে
জন্মেছি কতবার যে।
তুমি আমার সে,
“আমারও পরানও যাহা চায়
তুমি তাই তুমি তাই গো”
তুমি আমার সে,
“তুমি সুন্দর তাই চেয়ে থাকি
প্রিয় সে কি মোর অপরাধ?”
শুধু তোমারি ভালোবাসা পাবো বলে
আমি জন্মেছিলেম কতবার যে।
ওগো, আমার ভালোবাসা
তুমি কি মনে করিয়া-
দিলে দূরে ছুড়িয়া?
তোমার ভালোবাসা
আমার কাছে ইবাদত।
আমি আবার মরে গিয়ে জন্ম নিয়ে
তোমার কাছে এসেছি,
এই জন্মে যদি
তোমার ভালোবাসা নাহি পাই,
মরে গিয়ে ফিরবো না আর
ধূলির ধরায়।
আমি রবীন্দ্রনাথ হয়ে জন্মেছিলেম
জন্মেছিলেম নজরুল হয়ে,
শুধু তোমার ভালোবাসা পাবো বলে
জন্মেছি কতবার যে।