তুমি কি আর্জেন্টিনা, তুমি কি ব্রাজিল
এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলে রাত দিন!
পিতা- পুত্রে খুনোখুনি
আহত নিহত, মানুষে মানুষে হানাহানি।
স্বাধীন দেশে বিদেশি পতাকা
উড়াতে অনেকেই হয়েছে মাতোয়ারা।
আমি বাংলাদেশি বাংলার কথা লিখি,
আমি বাংলাদেশি বাংলার কথা বলি।
ওরে গিয়ে দেখনা তোরা নিজের চোখে
বৃদ্ধাশ্রম গুলোতে-
সেখানে বার হাত লম্বা কাপড় পরতে পায় না
অনেক বাংলা মায়ে!
জার্মানির পতাকা বানাও জমি বিক্রি করে।
বাড়ির নাম আবার ব্রাজিল।
এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলে রাত দিন!
আজো বহু মানুষ আছে
একবেলা খাবার তাদের ভাগ্যে জুটেনা যে,
স্বাধীন দেশে বিদেশি পতাকা
উড়াতে হয়েছো মাতোয়ারা।
অসহায় মানুষকে দিলে ক্ষতি কি বলো টাকা?
যে টাকা দিয়ে কিনছো বিদেশি পতাকা।
আমি বাংলাদেশি বাংলার কথা লিখি,
আমি বাংলাদেশি বাংলার কথা বলি।
আয় বন্ধু তোরা, পতাকা যদি উড়াতে হয়
বিদেশের মাটিতে গিয়ে-
বাংলার পতাকা উড়িয়ে আসি চল।