ফাটছে বোমা
করছে গুলি
জ্বলছে আগুন
আমি সিরিয়ার বুকে,
আছিগো মা অনেক সুখে
ফেলিস না জল তোর চোখে
বিশ্ব মানবতা ঘুমিয়ে আছে
আজ স্বার্থের কাছে।
মূলকে ছেড়ে
ভুলকে দিয়েছে জন্ম
আজ মানুষ সেজেছে দেবতা
নামে শুধু বিশ্ব মানবতা।
সমাজ
তোমায় যদি শান্তি
নাহি দিতে পারি
তবে আমি মানুষ নহে
অমানুষ ভবে,
মানুষতো সে হবে
যে তোমায় শান্তি দিবে।
হে বিধাতা
আর কত সইবো নীরবতা?
ফাটছে বোমা
করছে গুলি
জ্বলছে আগুন
আমি সিরিয়ার বুকে,
ঈশ্বর ডাকি তোমায়
বুক ফেটে যায়
দেখে অবুঝ শিশুর কান্না
কবে পাবো স্বাধীনতা
আমি সিরিয়া।