জীবন থেকে পঁচিশ বছর হারিয়ে যাওয়ার পর,
একদিন জীবনকে জিজ্ঞেস করি জীবন কি পেয়েছো?
সে বলল শূন্য!
তাকে বললাম এই যে সুখ, গাড়ি, বাড়ি, সুন্দর নারী, টাকা,
তার পরেও শূন্য ক্যান?
সে বলল ভয়ংকর এগুলো ভয়ংকর,
ভয়ংকর আকাশ, ভয়ংকর বাতাস, ভয়ংকর চোখ,
ভয়ংকর হাসি, ভয়ংকর দিন, ভয়ংকর রাত,
তার মানে?
সে বলল দুচোখ বন্ধ ঘরে অন্ধকারে যে আলো সেটাই মূল,
বাকি সব মোহ মায়া লোভ লালসা অন্ধকার মানবকুল।