আমি কি আর তোমাদের মতো এতকিছু জানি
তোমরা তো এই জগতে কত জ্ঞানী গুণী
জানি নাতো জানি নাতো যতটুকু জানি
জানলে পরে তাহা চেষ্টা করি মানি
পইরা রঙিন কাপড় চাইনিজ খাও গিয়া ইয়াম্মি
দুই নয়নে দেখি পথে পইড়া থাকা আমি
নীতি কথা জ্ঞানের কথা ধর্মের কথা শুনি
কেউ তো আর নেয় না খবর মুখে দেয় না চিনি
কত জ্ঞানী কত গুণী কত ধনী মানী
আমি কি আর তোমাদের মতো এতকিছু জানি।