আমি সেই, পথের ধুলোর মতোই
কারো ঠোঁটে কারো চোখে
কারো মুখে লেগে থাকি,
থাকি কারো পায়ের তালুতে
বা জুতার তলায়,
আবার থাকি কারো ঘরে
দামী বিছানায়, বসার সোফায়
কারো চাদরে কিংবা দামী শাড়িতে।
আমি কখনো কারো প্রেমে পড়িনি
তবে ভালো বেসেছি,
অথচ কেউ আমাকে ভালো বাসেনি
তবু আমি প্রেমিক।
অবহেলা সে আমার আত্মা
দুঃখ সে আমার দেহ
ঘৃণা সে আমার ভালোবাসা,
আর আমি সেই, পথের ধুলোর মতোই
পড়ে থাকি পথে।