একমুঠো খাবারের জন্য
রাস্তায় রাস্তায় কাগজ টুকাই।
পচাগান্ধা কয়ে, কতজনে খাবার দেয় ফেলে
আমি পেলে তা খাই।
মানুষের লাথি উষ্ঠা খেয়ে,
ছোট থেকে বড় হয়েছি পথে ঘাটে।
ইচ্ছে আমার ছিলো
তোমাদের মতো ইশকুলেতে যাবো,
স্বপ্ন আমার মিথ্যে ছিলো
ছাত্র নয়, টোকাই পরিচয় হলো।
আমায় দেখে কেহ দেয় গালি
কেহ দেয় তালি,
কেহ আবার বলে
এই বেটা এখান থেকে গেলি।
কতশত টোকাই। পথশিশু, অসহায়
ব্যস্ত শহরের মোড়ে
ঘুরে ঘুরে বলে,
ফুল নিবেন স্যার ফুল।
তবু ভালো আছি ভাই
আমি টোকাই।