আমিও মানুষ।
আমারও ইচ্ছে হয় বাঁচতে।
আমিও চাই সঠিক পথে চলতে।
আমি শিশু
আমি কিশোর
আমি ছেলে
আমি মেয়ে
আমি পুরুষ
আমি নারী।
চুড়ি পরে
ঘরে বসে থাকার নাম জীবন নয়।
আমারও হচ্ছে হয়
প্রতিবাদ করি
মানুষের জন্য লড়ি।
আমি আমার অধিকার থেকে বঞ্চিত কেনো?
আমি আমার অধিকার চাই।
আমি নারী
তাই বলে ঘরের বাহিরে আসতে পারবোনা কেনো?
আমি আমার অধিকার চাই।
আমি ছাত্র
আমি আমার অধিকার চাই।
আমি আমার দেশকে ভালোবাসি
এটা কি আমার অপরাধ?
আমি শিশু
কেন হই ধর্ষণ নির্যাতন?
এটা কি স্বাধীন দেশ
এটা কি বঙ্গবন্ধুর বাংলাদেশ?
এই দেশে কি আইন আছে
আইন থাকলে আইনের শাসন কোথায়?
আমারও ইচ্ছে হয়
মানুষ হয়ে বাঁচি।
আমি বাঁচতে চাই।
মৃত্যু সবারই হয়
বাঁচার মতো বাঁচতে কয়জনে পারে?
আমি স্বাধীন দেশে
স্বাধীন ভাবে বাঁচতে চাই।
লজ্জা লাগে ভাই
কেমন মানুষ হায়।
আলেম হয়ে জালেমের মতো কাজ করে যায়।
ছাত্র গেছে বেয়াদব হয়ে
শিক্ষকের কদর নাই।
কেমন মানুষ হায়।
আসল মানুষ কোথায়?
অহংকার করে লাভ কি ভাই?
টাকা পয়সা সবকিছু মাওলার দান।
শিক্ষকের কাছে শিক্ষা নিরাপদে নাই
টাকার কাছে বিক্রি হয় শিক্ষার মান।
বিদ্যালয় কেড়ে নেয় ছাত্র-ছাত্রীর প্রাণ।
লজ্জা লাগে ভাই।
ছেলের কাছে মা হয় যখন অপমান।
কোথায় সেই মানব প্রেম?
ছাত্রের হাতে ছাত্র খুন।
মানুষগুলো অমানুষ হয়ে গেছে।
আমিও মানুষ।
মানুষ হয়ে বাঁচতে চাই।