কী হবে কবিতা লিখে
কী হবে! যদি না তুমি পড়ো,
যদি না জানতে চাও তুমি
কবিতার মাঝে কী চায় কবি!
এক বছর ঘুমিয়ে ছিলাম
ঘুমিয়ে ছিলাম এক বছর আমি,
তোমার কথা ভাবতে ভাবতে
ঘুমিয়ে পড়েছিলাম এক বছর!
সেদিন ছিল ঊনিশ
ঘুম থেকে উঠে দেখি বিশ!
তুমি একটিবারও জানতে চাইলে না
সেই রাতে—
কী কারণে কবি ঘুমিয়ে গেলো
কী তার অভিমান ছিলো,
তোমার কথা ভাবতে ভাবতে
এক বছর ঘুমিয়ে ছিলাম!
কী হবে আর—
কীইবা আর হবে!
যদি না তোমার হৃদয়ে পৌঁছায়
কবির হাহাকার! যন্ত্রণা,
কী হবে আর ভেবে কবির কথা।
কী হবে আর—
দিয়ে মিথ্যে সান্ত্বনা,
যদি না তোমার হৃদয়ে পৌঁছায়
তার ব্যথার কথা!
থাক আর লিখতে চাইনা
নতুন কিছু— পিছু কথা,
তুমি সুখী হও
দিয়ে আমায় ব্যথা,
এক বছর ঘুমিয়ে ছিলাম
ঘুমিয়ে ছিলাম এক বছর আমি,
কী হবে আজ বলে সে কথা!