আমি কোনো পরাধীন বাংলায়
পরাধীন নাগরিক নই,
আমি জন্মেছি স্বাধীন বাংলায়
আমি বাঙালি হই।
আমার সোনার বাংলায় আছে
বহু জ্ঞানীগুণী,
যাদের রক্তে এই বাংলা আজ
সকলের নয়নমণি।
জন্মেছি স্বাধীন বাংলায় আমি বাঙালি হই
আমি কোনো পরাধীন বাঙালি নই।
হ্যাঁ ভাই বাংলা ছিলো পরাধীন
একাত্তরের আগে,
যখন বাংলা ছিলো ঘাতকদের হাতে।
বাঙালি স্বাধীন করতে বাংলা মাকে
সাড়া দিলো বঙ্গবন্ধুর ডাকে,
রেখে হাত হাতে ঝাপিয়ে পড়ে মাঠে।
ষোলোই ডিসেম্বর মুক্ত হয় সোনার বাংলা
স্বাধীন বাংলায় উড়ে বিজয়ের পতাকা।
আমি কোনো পরাধীন বাংলায়
পরাধীন নাগরিক নই,
আমি জন্মেছি স্বাধীন বাংলায়
আমি বাঙালি হই।