মা ডাক মধুময়, মা ডাক পবিত্রময়।
মা তুমি চাঁদ, মা তুমি চন্দ্র,
মা তুমি গ্রহ, মা তুমি তাঁরা,
তোমার প্রেমে আমি হই আত্মহারা।
মা তুমি সাত রাজার ধন
মা তুমি আনন্দ, মা তুমি সুখ,
মা তুমি হাসি,
মা তোমায় আমি ভালোবাসি।
মায়ের চরণ তলে জান্নাত
সত্য কি নয়,
তবে কেনো
জান্নাতের ঠিকানা বৃদ্ধাশ্রমে হয়?
জান্নাতগুলো বৃদ্ধাশ্রমে শুয়ে
খোকা খোকা বলে ডাকে,
ভুলে তুমি গেলে-
কোন জান্নাতকে পেয়ে?
মায়ের চেয়ে বড় জান্নাত
আছে নাকি পৃথিবীর বুকে?
মা যদি জান্নাত হয়
তবে কেনো বৃদ্ধাশ্রমে রয়?
মা, হয় জান্নাতের মণি
আজ শপথ নেও তুমি,
আর যেন না হয় ঠিকানা
বৃদ্ধাশ্রমে কোনো মা জননীর।