বাংলা মায়ের সন্তান আমি কৃষ্ণ মোহাম্মদ নাম
মায়ের ভাষায় গাই আমি বাংলা মায়ের গান,
বাংলায় হাসি বাংলায় কাঁদি বাংলা মায়ের বুকে
আসি যেন আবার আমি বাংলা মায়ের উদরে।


দুধের শিশুকে যদি দেয় কোরমা পোলাওয়ের জ্ঞান
স্বাদ সেকি আর বুঝে, দুধের জন্যই করে ঘ্যান ঘ্যান।
স্রষ্টা করেছে মানুষ সৃষ্টি আর মানুষ করেছে ধর্ম,
যার নাই চরিত্র সে বুঝবে কি ধর্মের মর্ম?


কোরআন, গীতা, কালির লেখা সেখানে নাই স্রষ্টা
স্রষ্টা থাকে সৃষ্টির মাঝে তাই সৃষ্টি হয়েছে সেরা,
কৃষ্ণ মোহাম্মদ নাম আমার গাই বাংলা মায়ের গান
মানবতাই প্রকৃত ধর্ম, মানুষ মানুষে দাও সম্মান।


মোহাম্মদ দিয়েছে শিক্ষা শান্তির ধর্ম
কৃষ্ণ দিয়েছে শিক্ষা বুঝিয়ে প্রেমের মর্ম,
তোমরা আজ করো কোন কর্ম! এই কি তোমাদের ধর্ম?
মসজিদ ভাঙো, মন্দির ভাঙো, হত্যা করো মানব
মানবতাই প্রকৃত ধর্ম, মানুষ হয়েছে দানব!


আমার মায়ের সোনার বাংলায় জ্বালিয়েছে কারা আগুন
কারা ঘটায় মানুষে মানুষে বিদ্বেষ!
প্রেম দিয়ে নিভাও আগুন, কৃষ্ণ মোহাম্মদের বাংলাদেশ।


গীতায় পেলাম না, কোরআনে পেলাম না
বাইবেলে পেলাম না, ত্রিপিটকে পেলাম না
পেলাম না মানুষ ছাড়া কিছু,
কোথা থেকে পেলো তারা মানুষ ছাড়া ধর্ম, বুঝিনা প্রভু।


নবির বাণী কৃষ্ণের বাঁশিতে বেজেছিল শান্তির সুর
আজ কোন ধর্ম এই সমাজে নাই সে মধু!
মানব হত্যায় হয় কি ধর্ম? বুঝিনা প্রভু।
বাংলা মায়ের সন্তান আমি কৃষ্ণ মোহাম্মদ নাম
মায়ের ভাষায় গাই আমি বাংলা মায়ের গান
মানবতাই প্রকৃত ধর্ম, মানুষ মানুষে দাও সম্মান।