গরিব কেনো গোস্ত নিতে ধনীর বাড়ি যাবে
ধনী তুমি গোস্ত নিয়ে গরিবের বাড়ি আসবে,
গরিব যদি কুরবানির গোস্ত আনতে ধনীর বাড়ি যায়
এটা লজ্জার বিষয় হায়,
ধনী যাবে কুরবানির গোস্ত দিতে গরিবের বাড়ি
এটাই কুরবানির আনন্দ কয়জনে করি?
জগত জুড়ে কুরবানি তো কতজনেই করে
তাকেই বলে কুরবানি, খোদার প্রেমে
ত্যাগের কুরবানি যে করে
মরার আগে খোদার প্রেমে যে মরে।
কুরবানি হোক মনের পশু
বনের পশু মুক্তি পাক।
ফকির যদি দেয় কুরবানি
সেটা ত্যাগের কুরবানি না ভোগের কুরবানি হায়,
রান যায় মেয়ের শ্বশুর বাড়ি
কলিজা ভুনা করে কাজের বেটি,
চার পা বেঁধে জবাই করে পশুরে
মনের পশু নিজ ঘরে,
কুরবানি তো নয় শুধু গোস্ত খাওয়া
কুরবানি হচ্ছে খোদার প্রেমে মরার আগে মরে যাওয়া।