একজীবনে সব পেতে নেই একজীবনে সব পেলে না পাওয়ার হাহাকার মরে যায়,
তবু এই মন কিছু না কিছু পেতে চায়, মন আছে বলে সে কিছু চায়,
তার চাওয়া পাওয়া নিয়ে হাসিঠাট্টা করার কিছু নেই।
প্রিয় অসুখ,
তুমি কেমন আছো?
আমি ভালো নেই, বেশ কিছু দিন ধরে অসুস্থ আমি।
ডাক্তার দেখিয়েছিলাম ডেঙ্গু পরীক্ষা সহ চারটা পরীক্ষা করিয়েছি
তিনটার রিপোর্ট হাতে পেয়েছি ডেঙ্গুর রিপোর্টগুলো ভালো,
এসজিপিটি’র রিপোর্টটা খারাপ এসেছে তবে ভয়ের কারণ নেই বলে ডাক্তার আমাকে সান্ত্বনা দিয়েছে,
বলেছে নিয়মিত অ্যান্টিবায়োটিক খেলে ঠিক হয়ে যাবো।
আমার খারাপ রিপোর্টের কথা শুনে আম্মু কেঁদেছিল খুব।
প্রিয় অসুখ,
বিশ্বাস করো আমার একটুও মন খারাপ হয়নি।
আমি তো মানুষ রোগ আমার হতে পারে এতে ভয় পাবার কী আছে,
মৃত্যু যদি লেখা থাকে আমার যে এই ভাবে মৃত্যু হবে তো হোক।
এই নিয়ে বিন্দু পরিমান আমি চিন্তিত নই,
বিধাতার বিধান সবারই একদিন মরতে হবে।
প্রিয় অসুখ,
আমি একদিন ‘বুক ভরা অভিমান নিয়ে এই পৃথিবী থেকে চলে যাবো না ফেরার দেশে, তুমি ভালো থেকো।
প্রিয় অসুখ,
আমি কাদেরকে এত ভালবাসলাম!
যে মানুষগুলো সম্মান দিতে দিতে হাত, মাথা, নত করে
তারাই আজ আমার অসুখের কথা শুনে আমাকে একনজর দেখতেও আসেনি।
প্রিয় অসুখ,
আমি এখন ভালো আছি, কেননা এই মানুষগুলোকে চিনতে পেরে।
তুমি যদি আমায় আরও আগে ছুঁতে তাহলে মনে হয় আমার জন্য ভালো হতো,
এই স্বার্থবাদী মানুষগুলোকে আরো আগে চিনতে পারতাম।
প্রিয় অসুখ,
মানুষ চিরকাল থাকেনা আমিও থাকবোনা একদিন যেতে হবে পৃথিবী ছেড়ে, তাই এই কথাগুলো লিখে গেলাম।
‘বন্ধুরা তোমরা যাদেরকে তোমার বন্ধু মনে করো
আসলে সবাই-ই তোমার বন্ধু না, আর ফেসবুকে যারা লাভ রিয়েক্ট দেয়
সবাই-ই তোমাকে ভালোবাসে না, তার প্রত্যক্ষ সাক্ষী আমি নিজে।
প্রকৃত অর্থে এই মিছে মায়ার সংসারে দুইটি মানুষ বন্ধু হয়, বাবা আর মা।
এই দুজন মানুষ ছাড়া, যারা তোমার পিছে ছুটে সবাই স্বার্থের প্রয়োজনে।’
প্রিয় অসুখ,
তুমি আমাকে ছুঁয়েছো বলে আজ আমার চোখ পরিস্কার,
নয়তো মানুষগুলোকে চিনতে পারতাম না।
প্রিয় অসুখ,
না ফেরার দেশে হয়তো আমি অনেক ভালো থাকবো নয়তো কষ্টে,
তোমরা সবাই ভালো থেকো।
প্রিয় অসুখ,
আমার কথাগুলো শুনে দুঃখ নিওনা তুমি,
এটা আমার দুঃখ কারণ এই পৃথিবীর মানুষগুলোকে খুব ভালোবাসি।