না খেয়েও বলে আমি খেয়েছি বাবা তুই খা,
সে তোমার আমার মা
মিথ্যেবাদী- মা।
ফোটাতে তোমার আমার মুখে হাসি
সকাল থেকে বিকাল, ঝরায় কতই না ঘাম
সে তোমার আমার মা, মিথ্যেবাদী- মা।
শুনেছি মায়ের মুখে থাকলে হাসি
খোদাও হয় নাকি খুশি!
খোদাও নাকি মাকে করে সম্মান
রেখো মায়ের মান,
সে তোমার আমার মা, মিথ্যেবাদী- মা।
ঝড় তুফান মেঘ বৃষ্টি
ছায়া দিয়ে রাখে দিয়ে মায়ের দৃষ্টি,
ওরে খোকা
জ্ঞান থাকতেও তুই বোকা!
যে মায়ের কোলে ছিলে ভালো
সে মাকে বৃদ্ধাশ্রমে রেখে তুমি আজ কালো,
সে তোমার আমার মা, মিথ্যেবাদী- মা।
মা- তবুও দোয়া করে
তোমার সুখের জন্য কাঁদে,
সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে
ছুটে যাও তুমি রসের হাড়ি নিয়ে
শ্বশুর বাড়ি ওরে।
সে তোমার আমার মা, মিথ্যেবাদী- মা।
পেয়ে হাজারও বেদনা
মা, ভালোবাসে তোমায় আমায়!
ওরে খোকা
মায়ের চোখের জল হয়ো না,
হয়ে যাও হাসির কারণ
সর্বক্ষণ করো এই কামনা।
সে তোমার আমার মা, মিথ্যেবাদী- মা।