যদি কুকুর কিংবা বেড়াল হয়ে জন্ম নিতাম
জন্ম নিতাম কাক কিংবা ইঁদুর হয়ে
তবে হয়ত মানুষের ভালবাসা পেতাম।
কুকুরকে মানুষ ভালবাসে, ভালবাসে বেড়ালকে
কাকের প্রতি কারো মায়া জন্মায়, কেউ ভালবাসে ইদুঁরকে
মানুষ হয়ে জন্ম নিয়ে আমি ভালবাসা পেলাম না।
এমন একজন মানুষ পেলাম না,
যাকে বলতে পারি আমার মন খারাপের কথা গুলো
জমা রাখতে পারি আমার দুঃখ গুলো।
পেয়েছি যখন প্রয়োজন হয়েছি প্রিয়জন হতে
শুভেচ্ছা ও অভিনন্দন পেয়েছি জগতে,
পাইনি ভালবাসার মানুষ, যে প্রয়োজন ছাড়া ভালবাসবে।
কুকুর বেড়াল কাক ইঁদুর এদের ঘর থাকে
ভালবাসার মানুষ থাকে, আমার নেই কিছু
ঘর নেই ভালবাসার মানুষ নেই
ইশ্বরের মতো আমি একা।