প্রিয়তমা,
মানবিক বিয়ে আমরা করব না, ঢাক ঢোল বাজিয়ে
পাড়াপ্রতিবেশিদের দাওয়াত দিয়ে
তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব আমার ঘরে।
প্রিয়তমা,
কাজী আসবে, আসবে বন্ধু বান্ধব স্বজন
খাওয়া দাওয়া হবে সেদিন জমিয়ে আড্ডা আয়োজন,
তুমি নাচবে আমি নাচব বাজবে বিয়ের গান
আনন্দে সেদিন থাকবে দুজনের প্রাণ।
প্রিয়তমা,
এটাই আমাদের কামনা
মানবিক বিয়ে আমরা করব না,
সকলের দোয়া আর ভালোবাসা নিয়ে
কাটিয়ে দেব আমাদের জীবন সুখে দুখে।