নাহি বুঝিলাম নিজেরে নিজে
নাহি খুঁজিলাম নিজেরে নিজে,
কান আছে শুনি
তবুও কানে নাহি শুনি,
চোখ আছে দেখি
তবুও চোখে নাহি দেখি,
মুখ আছে কথা বলতে পারি
তবুও মুখে কথা নাহি বলি।
মন তোর মনের ভেতর ময়লা!
ও-মন! ধুলোবালির শহরে,
জাত জাত করিস না ভাই
হা, জাত দিয়ে কি হয়?
মানুষ যদি মানুষ না হয়
চরিত্র যদি না মানুষ হয়!
ধর্মের চেয়ে নাকি মানুষ বড়?
না ফেরার দেশে সবারই
একদিন ফিরে যেতে হবে,
ও-মন! রঙিন পৃথিবী ছেড়ে।
জাত দিয়ে কি হয়?
ও-মন!
মানুষ পরিচয় কি সবচাইতে
বড় পরিচয় নয়?
নিজেরে নিজে চেনো,
ও-মন! নিজেরে নিজে জানো।
মন তোর মনের ভেতর ময়লা!