আমার মা মুক্তিযোদ্ধা
হ্যাঁ, আমার মা মুক্তিযোদ্ধা।
আমার মা যুদ্ধ করে যাচ্ছেন
দিন-রাত তিনি যুদ্ধ করে যাচ্ছেন।
ছিলাম আমি কোথায়
এলাম হেথায়
দেখলাম তোমায়,
চোখ মেলে মা জননী।
ঘরে বাহিরে শ্রম করে
রোদে পুড়ে
করেছো বড় তুমি মোরে।
আমার মা মুক্তিযোদ্ধা
হ্যাঁ, আমার মা মুক্তিযোদ্ধা।
করে কত সংগ্রাম
ঝরিয়ে গা থেকে ঘাম
আমার মা জননী।
ওহে জ্ঞানী গুণী
তোমার মা একজন মুক্তিযোদ্ধা
মায়ের চরণতলে সঁপে দাও
তোমার জীবনখানি।
মা তুমি মুক্তিযোদ্ধা
অনেক যুদ্ধ করে
আমায় বড় করেছো তুমি।
তোমার চরণতলে জান্নাত
দেখিছি আমি,
মা আমায় বানাও তোমার
চরণের দাসি।